ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে আরইউজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৯ অক্টোবর ২০২০  
রাজশাহীতে আরইউজের মানববন্ধন

রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। 

একাত্তর টেলিভিশন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্ট্যাব্যাপি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে। 

কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও প্রগতিশীল চেতনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা সংহতি জানিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা একাত্তর টিভিকে সহ্য করতে পারে না।  তাদের কাছে একাত্তর টিভির প্রধান দোষের হলো ৭১ শব্দটি, এছাড়া অন্য কিছু নয়।  মুক্তিযুদ্ধের কথা বলে একাত্তর টিভি।  তাই একাত্তর টিভিকে নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। 

বক্তারা আরও বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই গণমাধ্যমকে ভয় পায়।  যারা ২১ মানে না, ৫২ মানে না, ৭১ মানে না তাদেরই একাত্তর টিভি নিয়ে গাত্রদাহ।  তারাই একাত্তর টিভি বয়কটের ঘোষণা দিচ্ছে।  কিন্তু দেশের মানুষই ষড়যন্ত্রকারীদের বয়কট করবে।

আরইউজের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার, দিলীপ কুমার ঘোষ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম ও ছাত্রনেতা তামিম শিরাজী প্রমুখ।

রাজশাহী/তানজিমুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়