ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাইজিংবিডিতে চলছে কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৫৫, ২৪ অক্টোবর ২০২০
রাইজিংবিডিতে চলছে কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ

রাইজিংবিডিতে কর্মরত ক‌্যাম্পাস সংবাদদাতাদের পেশাগত মান উন্নয়নে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে শুরু হয়েছে ‘ওয়ার্কশপ অন কনটেন্ট রাইটিং।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়। রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সংবাদ কী, সংবাদের গঠন ও লিখন পদ্ধতি, সম্পাদনা পদ্ধতি, ফিচার লেখন পদ্ধতি, ইংরেজি ভাষা ও ইংরেজি সাংবাদিকতার গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক, ওয়ালটনের ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর এম মাহফুজুর রহমান।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ লেখক ও শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন। 

ঢাকা/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়