ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিআরইউর রজতজয়ন্তী উৎসব রোববার

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৫, ২৪ অক্টোবর ২০২০  
ডিআরইউর রজতজয়ন্তী উৎসব রোববার

রোববার (২৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী। 

কর্মের গৌরবে প্রাণের সৌরভে বিপুল শক্তি একসাথে শতপ্রাণে’ স্লোগানকে সামনে রেখে ৪ দিন ব্যাপী রজতজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ডিআরইউ। রোববার (২৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। শনিবার সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআরইউর সাধারণ সম্পাদক ও রজতজয়ন্তী কমিটির সদস্য সচিব রিয়াজ চৌধুরী উৎসবের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। 

ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ২৫ অক্টোবর এবং আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর রজতজয়ন্তী উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, সচিব, কুটনীতিক, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন। 

এছাড়া আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর নানা আয়োজনে রজতজয়ন্তী উৎসব পালন করবে ডিআরইউ। অনুষ্ঠানের মধ্যে থাকবে একাধিক সেমিনার, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান, সাবেক নেতৃবৃন্দের মাঝে সম্মাননা স্মারক প্রদান, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যামেলি ডে অনুষ্ঠান। কর্মসূচি সফল করতে ডিআরইউর সাধারণ সম্পাদক সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইসাথে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। 

এসময় রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার, কো-চেয়ারম্যান মোস্তফা ফিরোজ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, জামাল উদ্দীন, ডিআরইউর সহ-সভাপতি নজরুল কবীর, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মঈনুল আহসান, এস এম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জমান বাবলু, এম মুরাদ হোসেন, সায়ীদ আবদুল মালিকসহ রজতজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়