Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৭ জিলহজ ১৪৪২

সরকারের বাইরে যাওয়ার উপায় নেই: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৩০ অক্টোবর ২০২০  
সরকারের বাইরে যাওয়ার উপায় নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ফটো)

ডিজিটাল নিরাপত্তা আইন আরও সংশোধনের প্রয়োজন আছে, মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়ে সংসদে কথা বলেছিলাম। কিন্তু আমাদের সংসদীয় পদ্ধতি এমন যে, সরকার যেটা চাইবে তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই।’

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘রিপোর্টার্স চ্যালেঞ্জ: রিয়েল নিউজ ভার্সেস ফেক নিউজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

জিএম কাদের বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের প্রয়োজন আছে। আপনারা (সাংবাদিক) চাইলে আমরা আবারও বিষয়টি সংসদে তুলতে পারি।’

সাংবাদিকরা সমাজের উন্নয়নে বড় ভূমিকা পালন করছেন, মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা চাই, সেই ভূমিকা সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে পালন করবেন। সাংবাদিকদের সেই ভূমিকা পালন করতে গিয়ে যে সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা রাজনীতিবিদরা সর্বাত্মক সহযোগিতা করব।’

বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে সেমিনারে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম প্রধান।

মাহফুজ আনাম বলেন, ‘বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এসব সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ফেক নিউজ প্রচারিত হয়। তাই আমাদের আরও বেশি নিষ্ঠাবান হতে হবে। দক্ষতার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাচাই-বাছাই করে প্রকৃত সংবাদ পরিবেশন করতে হবে। তাহলে পাঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফেক নিউজ থেকে মূলধারার গণমাধ্যমে ফিরে আসবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

ডিআরইউ‘র সাবেক সভাপতি এম শফিকুল করিমের সভাপতিত্বে ও ডিআরইউর অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, ডেইলি এশিয়ান এইজের কনসালট‌্যান্ট এডিটর মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জুলফিকার আলি মানিক।

এ সময় ডিআরইউ‘র সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি নজরুল কবির, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কামরুজ্জামান বাবলুসহ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়