ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান আর নেই 

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:২৮, ২৪ নভেম্বর ২০২০
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান আর নেই 

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে  ৭টার দিকে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে ২ সপ্তাহ আগে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিকের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

পরিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর শান্তিনগরের নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ অক্টোবর  হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন সাংবাদিক মুনীরুজ্জমান। এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অবস্থায় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।  

ঢাকা/মিথুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ