Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০১ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ১৭ ১৪২৮ ||  ২০ জিলহজ ১৪৪২

২০২০ সাল: করোনায় ৪০ সাংবাদিকের মৃত‌্যু

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:০৫, ৩০ ডিসেম্বর ২০২০
২০২০ সাল: করোনায় ৪০ সাংবাদিকের মৃত‌্যু

দেশে ২০২০ সালে এক হাজার ১০৬ জন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪০ জন সংবাদকর্মীর মৃত্য হয়েছে।  সুস্থ হয়েছেন ১০১৮ জন।  সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ সূত্রে এ তথ্য জানা গেছে।

সরাসরি করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৫ ডিসেম্বর ২০২০) ২৮ জন সংবাদকর্মী মারা গেছেন।  তারা হলেন- দৈনিক সময়ের আলোর হুমায়ুন কবির খোকন (এপ্রিল ২৮), দৈনিক জবাবদিহির শেখ বারিউজ্জামান (মে ২৯), এনটিভির মোস্তফা কামাল সৈয়দ (৩১ মে), ফিনান্সিয়াল এক্সপ্রেসের আব্দুল মোনায়েম খান (জুন ৭০, দৈনিক উত্তরকোনের (বগুড়া) মোজাম্মেল হক (জুন ১১), দৈনিক ভোরের ডাকের গোলাম মোস্তফা (জুন ১১), প্রবীণ সাংবাদিক কামাল লোহানী (২০ জুন), দৈনিক নওয়াপাড়ার (যশোর) বেলাল হোসেন (২৪ জুন), সাপ্তাহিক হাতিয়ার (বগুড়া)  সাইদুজ্জামান তারা (২৬ জুন), সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের খন্দকার মোজাম্মেল হক (২৯ জুন), সপ্তাহিক উত্তমাশার খন্দকার ইকরামুল হক (৫ জুলাই), এটিএন বাংলার আহসান হাবীব (৬ জুলাই), পাক্ষিক মকসুদপুরের  (গোপলগঞ্জ) এম ওমর আলী (১৩ জুলাই), ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আব্দুল্লাহ এম হাসান (১৭ জুলাই), ঝিনাইদাহ প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান (২৪ জুলাই), দৈনিক জাহানের (ময়মনসিংহ) রেবেকা ইয়াসমীন (২৭ জুলাই), এনটিভির আবদুস শহীদ (২৩ আগস্ট), ডেইলি স্টারের শ্যামল বিশ্বাস (৩ সেপ্টেম্বর), দৈনিক ইত্তেফাকের আবদুল আলীম হিমু (৯ সেপ্টেম্বর), দৈনিক ইনকিলাবের মো. নূর উদ্দিন ভুঁইয়া (৫ অক্টোবর), বাংলাদেশ বেতারের আমানুল্লাহ মাসুদ হাসান (১৭ অক্টোবর), দৈনিক উত্তরপূর্বের (সিলেট) আজিজ আহমদ সেলিম (১৮ আগস্ট), সিনিয়র সাংবাদিক এ.ইউ.এম ফখরুদ্দিন (অক্টোবর ২৫), বাংলাদেশ টেলিভিশনের ফিরোজা মান্না (২৬ অক্টোবর), ক্রীড়া সাংবাদিক হান্নান খান (২ নভেম্বর), দৈনিক সংবাদের খন্দকার মুনীরুজ্জামান (২৪ নভেম্বর), আরটিভির সুকান্ত সেন (৫ ডিসেম্বর) এবং পাক্ষিক আলোর মিছিলের খোন্দকার আতাউল হক (২২ ডিসেম্বর)। 

করোনা উপসর্গ নিয়ে ১২ জন সংবাদকর্মী মারা গেছেন। তারা হলেন- দৈনিক সময়ের আলোর মাহমুদুল হাকিম অপু (মে ৬), দৈনিক ভোরের কাগজের আসলাম রহমান (মে ৭), দৈনিক বাংলাদেশের খবরের মিজানুর রহমান খান (মে ২০),  দৈনিক বগুড়ার ওয়াসিউর রহমান রতন (জুন ১১), আজকের সিলেট ডটকমের লিটন দাস (জুন ১৪), সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ (২২ মে), দৈনিক সমাচার ও চাঁদপুর জমিনের আবুল হাসনাত (৩০ মে), দৈনিক সোনালী সংবাদের (রাজশাহী) তবিবুর রহমান মাসুম (২৮ জুন), সাপ্তাহিক হকার্স (ফেনী) এর নূরুল করিম মজুমদার (৫ জুলাই),  দৈনিক আজকের সাতক্ষীরার মহসিন হোসেন (১৯ জুলাই), খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না (২২ আগস্ট) এবং দৈনিক নয়াদিগন্তের হুমায়ুন সাদিক চৌধুরী (২৬ নভেম্বর)।

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়