ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় প্রাণ হারালেন গণমাধ্যমকর্মী আফজালুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৯, ২১ জানুয়ারি ২০২১
করোনায় প্রাণ হারালেন গণমাধ্যমকর্মী আফজালুর রহমান

মুহাম্মদ আফজালুর রহমান (ফাইল ফটো)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল নাইনের সাবেক রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মুহাম্মদ আফজালুর রহমান (আফজাল মুহাম্মদ)। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত‌্যু হয়।

বিজেসি সূত্র জানিয়েছে, গত ১ জানুয়ারি আফজালুর রহমানের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ৩ জানুয়ারি তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বাড়ায় ১০ জানুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত‌্যু হয়।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন আজ রাতেই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নিজ বাড়িতে নেওয়া হবে। আগামীকাল শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আজ রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আফজালুর রহমানের প্রথম জানাজা হবে।

আফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফজালুর রহমানের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মা-বাবা, এক ভাই, দুই বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়