ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাইজিংবিডিতে বসন্তবরণ উৎসব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১
রাইজিংবিডিতে বসন্তবরণ উৎসব

আজ পয়লা ফালগুন ও বিশ্ব ভালোবাসা দিবস।  দিনটি উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম আয়োজন করেছে বসন্তবরণ উৎসব।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে দুপুর ২টায় বসন্তবরণ উৎসব শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়ালটনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম, সিনিয়র উপ-নির্বাহী পরিচালক শাহজাদা সেলিম, রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক।

সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে হুমায়ুন কবির বলেন, রাইজিংবিডি  ভিন্নধর্মী পত্রিকা।  পাঠকদের মাঝে পত্রিকাটি অন্যন্য নজির সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

রাইজিংবিডি প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, এবার ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে দুটো একই দিনেই হয়ে গেছে।  আসলে এতে কোনটিই আমরা ভালো ভাবে পালন করতে পারছি না। তবে আমরা যেহেতু বাঙালি তাই ফাল্গুনকেই গুরুত্ব দেবো। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ  বসন্ত। পলাশ, শিমুল ফুটেছে ওই...।  সবাইকে ফাগুনের শুভেচ্ছা।

রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেন, ধূসর-বিবর্ণ ধরণী জুড়ে আজ রঙের উৎসব। হলুদ, কমলা, লাল, সবুজের বাহারি বসন, চুলে হলুদ গাঁদা কিংবা মাথায় ফুলের মুকুট, কপালে টিপ- এ  হল বাঙালি নারীর বসন্ত সাজ। আজ ফাগুনের প্রথম দিন সবাইকে শুভেচ্ছা। 

আরও পড়ুন: রাইজিংবিডিতে বসন্ত উৎসবে প্রাণের উচ্ছ্বাস

নাজমুল/মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়