ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জনকণ্ঠ’ সম্পাদকের মৃত‌্যুতে বিশিষ্ট ব‌্যক্তিদের শোক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৬:১৫, ২২ মার্চ ২০২১
‘জনকণ্ঠ’ সম্পাদকের মৃত‌্যুতে বিশিষ্ট ব‌্যক্তিদের শোক

দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ব‌্যক্তিরা।

সোমবার (২২ মার্চ) পৃথক বার্তায় শোক প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম‌্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস‌্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সীগঞ্জের মেদিনী মন্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। 

হাসনাত/নঈমুদ্দীন/আসাদ/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়