ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন চিকিৎসক-সাংবাদিক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৩ এপ্রিল ২০২১  
‘করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন চিকিৎসক-সাংবাদিক’

বঙ্গবন্ধু গবেষণা সংসদের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক উত্তম কুমার বড়ুয়া বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে বাংলাদেশ। ইতোমধ্যে চিকিৎসকসহ ১৪৫ স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইনে কোভিড মোকাবিলা করতে গিয়ে জীবন দিয়েছেন। কোভিড মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যরা মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন।’

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু গবেষণা সংসদের উদ্যোগে ডিআরইউ’র সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন‌্য যেমন প্রতিযোগিতা দেখা গেছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এ দুঃসময়ে বাঙালিদের পাশে দেখা যাচ্ছে না তেমন কাউকে। কোভিড মোকাবিলায় সাংবাদিকদের সঙ্গে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’ বঙ্গবন্ধু গবেষণা সংসদ সব সময় ডিআরইউ’র সদস্যদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সংসদের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক হাসান সোহেল, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, আপ‌্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রফিক রাফি, সিনিয়র সদস্য মাহবুব হাসান প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়