ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোজিনা কারাগারে: সাব-এডিটরস কাউন্সিলের প্রতিবাদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৮ মে ২০২১  
রোজিনা কারাগারে: সাব-এডিটরস কাউন্সিলের প্রতিবাদ

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। 

সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় মঙ্গলবার (১৮ মে) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 

নেতারা বলেন, ‘রোজিনা বেশ কিছুদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। যে কারণে মন্ত্রণালয়ের বেশকিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার ওপর ক্ষুব্ধ ছিল।  সোমবার নিয়মিত সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে গেলে ওসব কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করে। পরবর্তী সময়ে তাকে পুলিশের নিয়ন্ত্রণে দেওয়া হয়, যা অত্যন্ত গর্হিত এবং ফৌজদারি অপরাধ। আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।  একইসঙ্গে মামলার শুনানি না করে কারাগারে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করছি। ’

নেতারা বলেন, অবিলম্বে রোজিনাকে মুক্তি দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়