ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমলারা সুপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২১ মে ২০২১   আপডেট: ১৭:২৪, ২১ মে ২০২১
‘আমলারা সুপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে’

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ডিআরইউর সমাবেশ

সাংবাদিক নেতারা বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ও আমলারা সুপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছে। আমরা তার মুক্তির জন‌্য আন্দোলন চালিয়ে যাব। রোজিনার মুক্তি না হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে চাই।’  

শুক্রবার (২১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন।

সাংবাদিক নেতারা আরও বলেন, ‘মামলার জব্দ তালিকায় যেসব জিনিস দেখানো হয়েছে, সেগুলো জব্দ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অথচ, এ কাজ পুলিশের। এ থেকেই বোঝা যায়, কর্মকর্তারা তাদের ডেস্ক থেকে এসব কাগজ এনে রোজিনা ইসলামকে ফাঁসিয়েছেন। আর মামলাটা যে ভুয়া, সেটিও প্রমাণ করেছে গণমাধ্যম।’

সমাবেশে বলা হয়, গত ২০ বছরে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে ভারতসহ উপমহাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার সবগুলোই খারিজ করা হয়েছে। বরং, তথ্য পাচারের অভিযোগে ওই অফিসের কর্মকর্তাদের সাজা হয়েছে। তাহলে রোজিনা ইসলাম এখনও কারাগারে কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন গাড়িচালকের যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে অন্য কর্মকর্তাদের কী অবস্থা, তা সবাই জানেন। আমরা চাই তথ্যমন্ত্রী নিজ উদ্যোগে রোজিনা ইসলামকে ছাড়িয়ে আনবেন। রোজিনাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে ডিআরইউর মশিউর রহমান, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, নারী সম্পাদক রীতা রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ  বক্তব্য রাখেন।  

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়