ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২১  
রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা

হামলার শিকার মীর মেহেদী হাসান

রাজধানীর দক্ষিণখানে সাংবাদিক মীর মেহেদী হাসান জনি ও তার বড় ভাই মীর জহিরুল ইসলামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণখানের শাহকবির মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় আদি টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হামলার শিকার মীর মেহেদী হাসান।

তিনি বলেন, ‘মাহবুব হাসান রতন ও তার ভগ্নিপতি পুষ্প আমাদের মোটরসাইকেলের গতি রোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা কিল-ঘুষি মারতে থাকেন। আমি বাইক থেকে পড়ে গেলে পুষ্প-রতনসহ আরও কয়েকজন মিলে আমাকে এবং আমার বড় ভাইকে মারধর করেন।’

মেহেদী হাসান জানান, মারধরে তার মাথা ফেটেছে এবং একটি আঙুল ভেঙেছে। মেহেদীর মোবাইল ফোন নিয়ে গেছে হামলাকারীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাংবাদিক মীর মেহেদী হাসান আরটিভি অনলাইনে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সারাবাংলা ডট নেটে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। আগামী ১ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়