Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলো ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৬ অক্টোবর ২০২১  
তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলো ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন 

আট দফা দাবিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছে ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।

ফিড অপারেটরদের ৮ দফা দাবি হলো- ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিজিটাল ক্যাবল চালুর শেষ সময়সীমা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে হবে। ক্যাবল টিভি খাতকে প্রযুক্তি ভিত্তিক শিল্প ঘোষণা করতে হবে। ক্লিনফিড বাস্তবায়নে স্থানীয় পরিবেশককে নির্দেশ দিতে হবে। ফিড অপারেটরদের ব্যবসা পরিচালনায় ক্যাবল অপারেটদের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক করতে করতে হবে। ডিজিটালকরণের আগে পে-চ্যানেলের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। আন্ডার গ্রাউন্ড ক্যাবল বরাদ্দে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে মূল্য নির্ধারণসহ বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। ক্যাবল অপারেটর ও ফিড অপারেটরদের জন্য ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা দিতে হবে।

এর আগে সংগঠনটির নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি পূরণে সমাবেশ করে। এ সময় তারা বলেন, আমাদের সংগঠন থেকেই খেয়ে-পরে গড়ে উঠেছে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব। অথচ তারা এখন কর্তৃত্ব দেখাতে চায়। কোয়াব কোনো প্রতিনিধিত্বশীল সংগঠন নয়।

নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়