ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনকিলাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৮ নভেম্বর ২০২১   আপডেট: ০০:১৬, ১৯ নভেম্বর ২০২১
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনকিলাব

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব। রানার্স আপ হয়েছে চ্যানেল আই।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ফাইনাল খেলায় ইনকিলাব ৪ উইকেটে হারায় চ্যানেল আইকে।

চ্যানেল আই দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানের বড় টার্গেট ছুড়ে দেয় ইনকিলাবকে। দুই ব্যাটার ইয়াছিন রানা ও মাজহারুল ইসলামের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে এ রান টপকে যায় ইনকিলাব। ৩ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফারুক হোসাইনের দল। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইনকিলাবের মাজহারুল ইসলাম। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক উদয় হাকিম।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে। তাই মাঝে মাঝে এ ধরনের আয়োজনের প্রয়োজন আছে, যা ডিআরইউ সব সময়ই করে থাকে।’

ইলিয়াস খান বলেন, ‘সাংবাদিকরা শুধু ভালো সংবাদ প্রকাশই নয়, ভালো ক্রিকেটও খেলে, ডিআরইউর এই টুর্নামেন্ট তার প্রমাণ।’

ডিআরইউ ক্রিকেটসহ সাংবাদিকদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।

পুরো টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী শুভেচ্ছা স্মারক তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিমের হাতে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ডিআরইউর যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশন সম্পাদক মাইদুর রহমান রুবেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রুমানা জামান ও রফিক রাফি।

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ এ ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ডেইলি স্টার। চ্যানেল আই’র রাহুল রায় ২০৭ রান ও ৩ উইকেট নিয়ে বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। সেরা ব্যাটার ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন (১১৭ ও ৩ উইকেট)। ৮ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন ইনকিলাবের ফারুক হোসাইন। বেস্ট ফিল্ডার ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।

এর আগে প্রথম সেমিফাইনালে ইনকিলাব ৫ উইকেটে ডেইলি স্টারকে পরাজিত করে। ডেইলি স্টার প্রথমে ব্যাট করে ৫৯ রানের টার্গেট ছুড়ে দেয় ইনকিলাবকে। ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মাইনুল হাসান সোহেল। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ৮ রানে পরাজিত করে আরটিভিকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাহুল রায়।

দুটি সেমিফাইনালের পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে ছিলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গনি বাবুল, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়