ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক রিয়াজের ওপর হামলা: ইরাব ও জবি মিডিয়া ক্লাবের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ২০:৩৮, ৪ ডিসেম্বর ২০২১
সাংবাদিক রিয়াজের ওপর হামলা: ইরাব ও জবি মিডিয়া ক্লাবের উদ্বেগ

সাংবাদিক রিয়াজ চৌধুরী (ছবি: সংগৃহীত)

দ্য সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরী গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মিডিয়া ক্লাবের সদস্য রিয়াজ চৌধুরীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইরাব এবং জবি মিডিয়া ক্লাব।

শনিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ
সম্পাদক শরীফুল আলম সুমন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একই দিনে জবি মিডিয়া ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক এসকে রেজা পারভেজ উদ্বেগ জানান। একই সঙ্গে জবি মিডিয়া ক্লাবের সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনের ছেলে নাহিদকে তুলে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

রিয়াজ চৌধুরীর ওপর হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ইরাব ও জবি মিডিয়া ক্লাবের নেতারা।

পার‌ভেজ/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়