ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বর্ণিল আয়োজনে রাইজিংবিডির নবম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ২২:৩২, ২৬ এপ্রিল ২০২২
বর্ণিল আয়োজনে রাইজিংবিডির নবম বর্ষপূর্তি উদযাপন

বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন রাইজিংবিডির প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা

ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমটির নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুধু হয়। রাইজিংবিডির প্রকাশক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসানকে নিয়ে কেক কাটেন ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও রাইজিংবিডি পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফাহিম মাহমুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, জিনাত হাকিম, মো. শাহজাদা সেলিম ও রাকিব উদ্দীন, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, প্রশাসনিক কর্মকর্তা ও ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টনসহ রাইজিংবিডি, ওয়ালটন ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তায় রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, ‘একটি দেশের সার্বিক উন্নয়নের নেপথ্যে সংবাদ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। যেহেতু, বর্তমানে ডিজিটাল যুগ চলছে এবং অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন হয়ে থাকে, সে ভাবনা থেকেই আজ থেকে ১০ বছর আগে রাইজিংবিডির প্রতিষ্ঠা। আমরা তখনই ভেবেছিলাম, প্রিন্ট পত্রিকার সময় শেষ হয়ে আসছে, ধীরে ধীরে অনলাইন পোর্টালের যুগে প্রবেশ করছি আমরা। এটি আজকে প্রমাণিত।’

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও রাইজিংবিডি পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর বলেন, ‘একটি দেশের উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সুস্থ সংস্কৃতি লালনের বিকল্প নেই। শুরু থেকেই এ দুটো বিষয়ে অবদান রাখছে রাইজিংবিডি ডটকম। পজিটিভ বাংলাদেশ বিষয়টিকে ধারণ করে দেশে-বিদেশের পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। আমরা মনে করি, শুধু সংবাদ পরিবেশন করেই আমাদের দায়িত্ব শেষ নয়। পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাও আমাদের কর্তব্য।’

অন্য বক্তারা বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যমের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী দিনে অন্যান্য গণমাধ্যমের তুলনায় অনলাইন গণমাধ্যমই সর্বাধিক জনপ্রিয় অবস্থানে থাকবে।’

তারা আরও বলেন, ‘দশ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি। ইতিবাচক সংবাদ প্রকাশের লক্ষ্য নিয়ে ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করেছিল। শুরু থেকে রাইজিংবিডি ডটকম ইতিবাচক সাংবাদিকতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। শুরু থেকেই আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও পজিটিভ সাংবাদিকতার মধ্যে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখা।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার রাইজিংবিডি পরিবারের সব সদস্য, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে যে কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের পাঠকদের মনে শক্তিশালী জায়গা করে নিয়েছে, তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। প্রতি মুহূর্তের খবর—এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।’

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাইজিংবিডিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়