ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির লাইব্রেরিতে পিআইবি’র বই উপহার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২২  
ঢাকা রিপোর্টার্স ইউনিটির লাইব্রেরিতে পিআইবি’র বই উপহার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) লাইব্রেরিতে নিজেদের প্রকাশিত বই উপহার দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের হাতে উপহারের বইগুলো তুলে দেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাফর ওয়াজেদ বলেন, কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি সমৃদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু, বাংলাদেশের অভ্যূদয় ও সাংবাদিকতাসংশ্লিষ্ট ৫৬ কপি বিভিন্ন ধরনের বই ও গবেষণাসমৃদ্ধ বই দেওয়া হলো। পর্যায়ক্রমে এই লাইব্রেরিতে আরো বই উপহার হিসেবে দেওয়া হবে বলেও জানান তিনি। 

বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবি’র প্রকশনা বিভাগের সহকারী সম্পাদক দুলাল কৃষ্ণ আচার্য, সহকারী প্রশিক্ষক জিলহাজ ভূঁইয়া নিপুন, প্রতিবেদক এম.এম.নাজমুল হাসান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতাকর্মী। 
 

শান্ত/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়