ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে রাইজিংবিডির দুর্দান্ত জয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:৫৯, ১৩ নভেম্বর ২০২২
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে রাইজিংবিডির দুর্দান্ত জয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’। টুর্নামেন্টের প্রথম খেলায় জয়লাভ করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকম দল।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিপক্ষ ডেইলি অবজারভার দলকে ট্রাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে রাইজিংবিডি দল।

নির্দিষ্ট সময়ের খেলায় গোল শূন্য ড্র হয়ে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে অবজারভার দল ৫টি শটের মধ্যে একটিও গোল করতে পারেনি। গোলরক্ষক হাসান মাহামুদ সবক'টি শট প্রতিহত করেন। রাইজিংবিডি দলকে ৪টি শট নিতে হয়। এর মধ্যে নুরুজ্জামান তানিম গোল করেন। ফলে একটি শট নেওয়া ছাড়াই ১-০ গোলের ব্যবধানে রাইজিংবিডি দল বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রাইজিংবিডি’র নুরুজ্জামান তানিম।

এর আগে দু’দলের অধিনায়কের টসের মাধ্যমে খেলা শুরু হয়। মোট ৬ জন করে খেলোয়াড় খেলেন প্রতিটি দলে। রাইজিংবিডির দলে ছিল- হাসান মাহামুদ (অধিনায়ক), এসকে রেজা পারভেজ, মোহাম্মদ  নঈমুদ্দীন, নুরুজ্জামান তানিম, মাকসুদুর রহমান, নাজমুল ইসলাম ফারুক (অতিরিক্ত), আসাদ আল মাহমুদ (অতিরিক্ত)। এছাড়া একজন অতিথি খেলোয়াড় খেলেন।

পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউ প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এবারের আসরে ৫১টি মিডিয়া হাউস নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

রোববার উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৮টায় রাইজিংবিডি বনাম অবজারভার (সি গ্রুপ) দলের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনের অন্যান্য খেলায় সকাল ৯টায় মানবজমিন বনাম মানবকন্ঠ (ডি  গ্রুপ), সকাল সাড়ে ৯ টায় ডেইলি স্টার বনাম সময়ের আলো (এফ  গ্রুপ), সকাল ১০ টায় জনকণ্ঠ বনাম বাংলানিউজ২৪ (জি  গ্রুপ),  সকাল সাড়ে ১০টায় নিউ এইজ বনাম বিটিভি (ই  গ্রুপ), বেলা ১১টায় নগদ বনাম ডিআরইউ, বেলা সাড়ে ১১ টায় এনটিভি বনাম সমকাল (এইচ  গ্রুপ), দুপুর ১২টায় যুগান্তর বনাম নিউজ ২৪ (সি  গ্রুপ), দুপুর সাড়ে ১২টায় এটিএন বাংলা বনাম সারাবাংলা.নেট (জি  গ্রুপ),  দুপুর ১টায় বিডিনিউজ বনাম আমাদের সময় (এ  গ্রুপ) এবং দুপুর দেড়টায় বাংলাভিশন বনাম ভোরের আকাশ (বি  গ্রুপ) মুখোমুখি হয়।

এদিকে, শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম, নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। 

এছাড়া ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/টিপু  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়