ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অচেতন করে বাড়ি লুট: আড়াই মাস পর গ্রেপ্তার ৩ 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৩ এপ্রিল ২০২১  
অচেতন করে বাড়ি লুট: আড়াই মাস পর গ্রেপ্তার ৩ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সবাইকে অচেতন করে লুটের ঘটনার আড়াই মাস পর রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই চোর ও এক স্বর্ণ কারবারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের দত্তের ডাংরী এলাকার সবুজ মিয়া (৩০), কাঁঠাল ডাংরী এলাকার রফিক মিয়া (৩০) এবং কাকনহাটি এলাকার স্বর্ণকার শাহিন মিয়া (৪০)। 

শনিবার (৩ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গত ১০ জানুয়ারি ঈশ্বরগঞ্জের রাজারামপুর গ্রামে নূরে আলম সিদ্দিক বাবলু এবং ১৪ জানুয়ারি মাইজহাটি গ্রামে আক্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যদের চেতনানাশক ওষুধ খাইয়ে এই চুরির ঘটনা ঘটায় চোরেরা। ওই ঘটনায় ১৬ জানুয়ারি থানায় চুরির মামলার দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ তদন্ত করে শুক্রবার (২ এপ্রিল) ডিবি ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উভয়েই চুরির ঘটনা স্বীকার করেছে।’ 

ডিবি ওসি আরও বলেন, ‘চোর চক্রটি প্রথমে সুবিধা মতো বাড়ি বাছাই করতো। ঘটনার আগের রাতে তারা ওই বাড়ির রান্না ঘরে ঢুকে বিভিন্ন মশলার সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে রেখে যেত। পরে ওই মশলার রান্না খেয়ে রাতে সবাই ঘুমে অচেতন হয়ে পড়লে চুরি করতো তারা। এভাবেই দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল দলটি।’

মিলন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়