ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হত্যার দায়ে মা-মেয়েসহ ৩ জনের যাবজ্জীবন

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৪ এপ্রিল ২০২১  
হত্যার দায়ে মা-মেয়েসহ ৩ জনের যাবজ্জীবন

জামালপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী মজনু হত্যা মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান রোববার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রধান আসামি জান্নাতুল ফেরদৌসকে ৫০ হাজার ও অন্য দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ডেংগারগড় গ্রামের মো. আলতাফ হোসেন মুরাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস, স্ত্রী মোছা. সুফিয়া আক্তার রিনা ও শ্রীরামপুর গ্রামের মো. হাবিবুর রহমান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৭ মে সন্ধ্যায় মজনু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে ডেংগারগড় গ্রামের খেলার মাঠের পাশে পতিত জমিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে মজনুর স্ত্রী লাকীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

হত্যায় সংশ্লিষ্টতা না পাওয়ায় লাকীকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। হত্যায় জড়িত সন্দেহে জান্নাতুল ফেরদৌস, তার মা মোছা. সুফিয়া আক্তার রিনা, তাদের সহযোগী সোহাগ ও ডেংগারগড়ের আতর আলীর ছেলে আবুল হোসেনকে গ্রেপ্তার করে।

সেলিম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়