Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৪ জুন ২০২১ ||  আষাঢ় ১০ ১৪২৮ ||  ১২ জিলক্বদ ১৪৪২

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৩ এপ্রিল ২০২১  
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম মিয়া (৩৫) নামে এক দিনমজুর মারা গেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের রৌহারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আজিম মিয়া ওই এলাকার সাদা সেখের ছেলে।

ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবির আহমেদ সৌমিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের জেঠাতো ভাই আরিফ জানান, সকালে তার গরুর জন্য বাড়ির পাশে সেচ পাম্পের কাছে ঘাস কাটতে যান আজিম মিয়া। ঘাস কাটার এক পর্যায়ে সেচ পাম্পের পানি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিম আব্বাস/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়