ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এক কোটি ১১ লাখ টাকা মূল্যের কষ্টি পাথর জব্দ, গ্রেপ্তার ১ 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৩ মে ২০২১  
এক কোটি ১১ লাখ টাকা মূল্যের কষ্টি পাথর জব্দ, গ্রেপ্তার ১ 

জামালপুর সরিষাবাড়ি পিংনা এলাকা থেকে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি জব্দ করেছে র‌্যাব। এসময় মূর্তি পাচারের অভিযোগে শামীম শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা।

গ্রেপ্তার শামীম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরুর হাটের দক্ষিণ পাশে অভিযান চালায়। অভিযানে অগ্রণী ব্যাংক পিংনা শাখার সামনে থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করে র‌্যাব সদস্যরা। জব্দ করা মূর্তিটির ওজন ১১.১ কেজি। এর বাজারমূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

র‌্যাব কম্পান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে মূল্যবান কৃষ্টি পাথরের মূর্তি পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সেলিম/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়