ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জামালপুর হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর দিয়েছে এফবিসিসিআই

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২১  
জামালপুর হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর দিয়েছে এফবিসিসিআই

জামালপুরে করোনায় সংক্রমিতদের দ্রুত অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
 
শনিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তর ও মাস্ক বিতরণ করা হয়।

এফবিসিসিআই এর ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পী ও ইকরামুল হক নবীন।

এ সময় সিভিল সার্জন প্রণয় ক্লান্তি দাস জানান, করোনাভাইরাসে আক্রান্ত বা শ্বাসকষ্ট রোগীরা এই যন্ত্রের মাধ্যমে সহজেই অক্সিজেন নিতে পারবেন।

একই সময় জেলা স্বাস্থ্য বিভাগকে কয়েক হাজার মাস্কও দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সেলিম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়