ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১ ঘণ্টার পৌর মেয়র লামিয়া

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৯ অক্টোবর ২০২১  
১ ঘণ্টার পৌর মেয়র লামিয়া

মাত্র এক ঘণ্টার জন্য জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন লামিয়া রহমান ভাবনা (১৪)।

মেয়রের রুমে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার বিভিন্ন ওর্য়াডের কাউন্সিলর, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ এনটিসিএফ জামালপুর জেলার ভলান্টিয়ার মুশফিকুর রায়হান, ফাহমিদা সুলতানা অশিন প্রমুখ। 

জামালপুর পৌরসভার অফিসিয়াল কভার ফাইলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জামালপুর জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট জয়ন্তী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া রহমান ভাবনা। 

এসময় এক ঘণ্টার প্রতীকী মেয়র লামিয়া রহমান ভাবনা বলেন, ‘বর্তমানে জামালপুর পৌরসভার অবকাঠমো, পরিবেশ, বিনোদন এবং সৌন্দর্য বর্ধনে ব্যাপক কাজ চলমান রয়েছে।’ 

এসময় তিনি জামালপুর পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানি বা নির্যাতন এবং বৈষম্যহীন শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।

পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘নারীদের বা আমাদের কন্যাদের একটু বেশি সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে এরকম একজন কন্যা মেয়রের চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে। এরকম বয়সে আমরা ঠিকমতো কথাও বলতে পারতাম না। আজকে প্রতীকী মেয়রের দাবি ও সুপারিশগুলো আমরা আমাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব এবং বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব।’

/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়