ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোগাই নদীতে তীব্র ভাঙন

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৬ সেপ্টেম্বর ২০২২  
ভোগাই নদীতে তীব্র ভাঙন

ভোগাই নদী

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ আড়াইআনী এলাকার ওপর দিয়ে প্রবাহিত ভোগাই নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে কয়েকটি বসত বাড়ি ও বিভিন্ন স্থাপনাসহ কৃষি জমি বিলীন হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

দুই দফা পাহাড়ি ঢলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জনান তারা।

তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার জানান, নদীর দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করায় ওই পাশে ভাঙন রোধ হয়েছে। তবে উত্তর পাশে বেড়েছে ভাঙন। নদী ভাঙন অব্যাহত থাকলে দুটি রাইস মিল ও তারাগঞ্জ ফাজিল মাদরাসাসহ বেশ কিছু বাড়ি নদীতে বিলীন হবে। আমরা চাই ভাঙন ঠেকাতে সরকার যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।’

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাজাহান বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। নদী ভাঙন ঠেকাতে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়