ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৮ জানুয়ারি ২০২৩  
যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ

সামাজিক বৈষম্য দূরীকরণও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা।

  

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি বলেন, আজকে যাদের নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তারা পিছিয়ে পড়া থাকবে না। তাদেরকে একসাথে নিয়ে পথ চলতে আমরা কাজ করছি। আমরা সবাই এক। বৈষম্য দূর করতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান কাজ করছেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হানুল ইসলাম, চার্জ অব গড মিনিস্টার্স লালমনিরহাটের নির্বাহী পরিচালক তপন কুমার বর্মন, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এস এম মাহবুব হাসান।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক হাসান, আব্দুল মান্নান, শীতল সরকার প্রমুখ। 

পরে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৬ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়