কলমাকান্দায় বিএনপি নেতাকে বহিষ্কার
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জুয়েল ভূঁইয়া। ফাইল ছবি।
নেত্রকোনার কলমাকান্দায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কৈলাটি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্য পদও বাতিল করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি কোথায়ও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শনিবার কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূঁইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না।
এ বিষয়ে জানতে জুয়েল ভূঁইয়ার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সোহেল/ইমন