ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ

বাপ্পা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ১৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০১৫ সালের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে বকশীবাজারস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু পরীক্ষাকেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এই আদেশ আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৫/বাপ্পা/দিলারা/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়