ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৯৭.৯৪ শতাংশ মানুষ সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯৭.৯৪ শতাংশ মানুষ সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ দশমিক ৯৪ শতাংশ মানুষ আশাবাদী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’।

‘সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮, কেমন হলো’ শীর্ষক পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ ও অবহিতকরণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জরিপ প্রতিবেদন তুলে ধরে আয়োজকরা বলেন, ‘দেশব্যাপী দৈবচয়ন ভিত্তিতে ৫ হাজার মোবাইল ব্যবহারকারীর নম্বর সংগ্রহ করা হয়। এদের মধ্যে অনেকে ফোন রিসিভ করেনি। তবে দুই হাজার ১১২ জনের মধ্যে পরিচালিত টেলিফোন জরিপে এক হাজার ৪৭৬ জন (৭০ শতাংশ) ভোটার তাদের মতামত প্রদান করেন।

প্রতিষ্ঠানটি বলছে, মতামত প্রদানকারী ভোটারদের মধ্যে এক হাজার ১৭৪ জন (৭৯.৫৪ শতাংশ) সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন, ভোট দাতাদের মধ্যে এক হাজার ৪৭ জন (৮৯.১৮ শতাংশ) তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার ৩৬৪ জন (৯৩.২৩ শতাংশ) ভোটার মনে করেন নির্বাচন সম্পূর্ণ (৬৮.৪২ শতাংশ) বা মোটামুটি (২৪.৮ শতাংশ) গ্রহণযোগ্য হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৭.৯৪ শতাংশ মানুষ নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসানাৎ মিল্টন। অনুষ্ঠানে গবেষণা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গবেষক কাজী আহমেদ পারভেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কলরেডির গবেষণা কো-অর্ডিনেটর ও গবেষণা প্রতিষ্ঠান এক্সডি সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ মোশারফ হোসেন, চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়