ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সুইডেন গেলেন বিমান বাহিনীর প্রধান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুইডেন গেলেন বিমান বাহিনীর প্রধান

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি ৪ দিনের এক সরকারি সফরে সুইডেন গেছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সুইডেনে সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‌'ইন্টারন্যাশনাল ফোরাম ফর দ্যা মিলিটারি সিমুলেশন, ট্রেনিং অ্যান্ড ইডুকেশন কমিউনিটি (আইটিইসি) ২০১৯ তে অংশগ্রহণ করবেন।

আইটিইসি একটি বাৎসরিক ফোরাম যেখানে সামরিক, শিক্ষা এবং একাডেমিয়া প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন সেক্টর সম্পর্কিত জ্ঞান শেয়ার করেন। এখানে নব প্রবর্তিত বস্তু উপস্থাপনসহ ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ এবং সিমুলেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

এ ছাড়া বিমান বাহিনী প্রধান সুইডেনে অবস্থানকালে সুইডিস আর্মড ফোর্স এবং সুইডিস এয়ার ফোর্সের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের সুইডেন সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়