ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৭০টি দুঃস্থ পরিবার পেল ঈদ উপহার

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৭০টি দুঃস্থ পরিবার পেল ঈদ উপহার

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় ১৭০টি পরিবারকে ঈদসামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর আদর্শপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর এলাকার গরিব ও দুঃস্থ পরিবারকে নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি। পাশাপাশি স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও পুরস্কার দিয়ে থাকে। শীতে শীতবস্ত্র বিতরণ ছাড়াও গ্রামের গরিব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়।

ঈদ-সামগ্রী ছাড়াও ৮টি গরিব পরিবারকে ৮টি ছাগল এবং মক্তবের ৩০ জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার, ঢাকা বিভাগের সাবেক আইআরও আব্দুল কাইয়ুম, রূপালী ব্যাংক টঙ্গী শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম, জনতা ব্যাংক সাভার শাখার কর্মকর্তা বেনজির আহমেদ, জামালপুর আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।



রাইজিংবিডি/কালীগঞ্জ (গাজীপুর)/৩ জুন ২০১৯/রফিক সরকার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়