ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিজিএমইএ ভবন ঝুঁকি নিয়ে ভাঙতে দেয়া হবে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিজিএমইএ ভবন ঝুঁকি নিয়ে ভাঙতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন ভাঙার জন্য টেন্ডার আহ্বান করে আমরা সর্বোচ্চ দরদাতাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের সাথে চুক্তি করা হবে এবং চুক্তির শর্তে কোনভাবেই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় ভবন ভাঙতে দেয়া হবে না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়মের ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বিজিএমইএ ভবন ভাঙা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রতিটি ভবনে মানসম্মত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গায় ভবন নির্মাণের অনুমতি দেয়ার প্রশ্নই আসে না।’

উন্নয়ন কর্তৃপক্ষ হওয়া সত্ত্বেও রাজউকের অনেক ফ্ল্যাট ও প্লট প্রকল্প গ্রহণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজউক বড় বড় অনেক প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পূর্বাচল, ঝিলমিল, উত্তরা তৃতীয় ফেজ, তুরাগ প্রকল্প। এছাড়া, ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি তৈরির সিদ্ধান্ত সরকারের রয়েছে, সেটির ফিজিবিলিটি স্টাডিও হয়ে গেছে। এ প্রকল্পগুলো থেকে রাজউককে নিবৃত্ত করার সুযোগ নেই। ঢাকার বাইরে গিয়ে যাতে আর কোনো প্রকল্প রাজউকের না হয় তা বিবেচনা করছি।’

ড্যাপ সংক্রান্ত অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ড্যাপের কমিটি পুনর্গঠন হয়েছে। বাজেট অধিবেশনের পরে ড্যাপের সভা করে কোনো অসঙ্গতি থাকলে তা শুদ্ধ করা হবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গেন্ডারিয়ায় রাজউকের জায়গা দখল করে সুপ্রিম কোর্টের একটি রায় নেয়া হয়েছে। এরপরও অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে এটা রিভিউ করার অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে নতুন করে মামলা করা হবে। গেন্ডারিয়ায় পুকুরসহ বিশাল এলাকা দখল করে মার্কেট করতে দেয়া হবে না, আমি আশ্বস্ত করতে পারি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠিত হয়। এসময় ডিআরইউয়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়