ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। যত বাধাই আসুক, উন্নয়নের স্বীকৃতি ধরে রাখতে হলে রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি নিতে এগিয়ে যেতে হবে। আমরা প্রতিনিয়ত সারা দেশে কোথায় কী ঘটছে খবর নিচ্ছি এবং সেখানে যার যা দায়িত্ব সেটা তারা সঙ্গে সঙ্গে পালন করে যাচ্ছে। এখানে কোনো শৈথিল্য নেই।’

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলকেও সক্রিয় থাকতে হবে। কারণ, যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা আওয়ামী লীগ সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছি। আমরা চাই, আমাদের এই রাজনৈতিক দল, যে দল এদেশের মানুষের কথা বলার মধ্য দিয়ে গড়ে উঠেছে, যে দলটিকে সুসংগঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই দলের নেতাকর্মীরা সবসময় দুর্যোগে মানুষের পাশে থাকুক।’

শেখ হাসিনা বলেন, ‘আগামী দিনে দেশকে কোথায় নিয়ে যাব সে পরিকল্পনাও আছে এবং সেটা ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রস্তুতিটা আমাদের নিতে হবে। সেই পথগুলি আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বাধাগুলি অতিক্রম করতে হবে। তার জন্য সব থেকে বেশি প্রয়োজন সাংগঠনিকভাবে আমাদের দলকে যেমন শক্তিশালী করা, তেমনি জনমত সৃষ্টি করা।’



রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/রেজা/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়