ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ডেমো ট্রেন আর চালু হবে না’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডেমো ট্রেন আর চালু হবে না’

নিজস্ব প্রতিবেদক : ডেমো ট্রেনের পরিবর্তে অন্য ট্রেনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে সরাসরি কালিয়াকৈর একটা ট্রেন যাবে এই ব্যবস্থা রাখতে হবে। বাকি ট্রেনগুলো যেকোনো স্টেশনে থামবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মো নূরুল আমিন ব্রিফিংয়ে এই নির্দেশনার কথা জানান।

সচিব বলেন, ‘যাচাই বাছাই করে এ ধরনের একটি প্রকল্প চালুর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে আর ডেমো ট্রেন চালু হবে না।’

এ সময় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ তুলে ধরে সচিব বলেন, ‘ডেমো প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যে ডেমোগুলো আগে ছিল, সেগুলোতে অনেক যাত্রী উঠালে দেখা যায় সেগুলো চলাচলের উপযোগী নয়। সেজন্য ডেমোর পরিবর্তে অন্য ট্রেন সংগ্রহের জন্য প্রকল্প সংশোধন করতে বলেছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়