ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষিজমিতে আর শিল্প-কারখানা নয়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 কৃষিজমিতে আর শিল্প-কারখানা নয়

সচিবালয় প্রতিবেদক: কৃষিজমি নষ্ট করে বা দেশে যত্রতত্র শিল্প কারখানা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে৷ শিল্প বিনিয়োগের জন্য বা স্থাপনের জন্য কোনো কৃষি জমি নষ্ট করতে হবে না। আমাদের বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্পনগর আছে। সেখানে বস্ত্রমিলসহ অনেক শিল্প কারখানা রয়েছে। তাই কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা করতে দেওয়া হবে না।’

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা শিল্প এলাকাগুলো পরিকল্পিতভাবেই করছি। কৃষিজমিতে কোনো শিল্প এলাকা হচ্ছে না। আপনারা জানেন আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিকল্পিতভাবে শিল্পপার্ক করছি। এসব পরিকল্পিত শিল্প এলাকাগুলোতে অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে।  এছাড়া সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনাতো আছেই।’

ভেজাল ও নকল প্রতিরোধে কি নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা প্রশাকরা নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। এছাড়া সরকার ভেজাল ও নকল নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে। পাশাপাশি আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/হাসান/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়