ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেনাপোল এক্সপ্রেস চালু বুধবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোল এক্সপ্রেস চালু বুধবার

সচিবালয় প্রতিবেদক : বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু হচ্ছে বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন উদ্বোধন করবেন। একই সাথে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ সেবাও উদ্বোধন করবেন।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

দ্রুতগতির বিরতিহীন আধুনিক এ ট্রেনে বায়ো-টয়লেট সংযোজন করা। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে প্রশস্ত দরজা ও নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি ও অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত।

ট্রেনটি বেনাপোল থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায় এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১২:৪০ টায়, বেনাপোল পৌঁছাবে সকাল ৮:৪৫ টায়।

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ভাড়া: শোভন চেয়ার-৫৩৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা (ভ্যাটসহ), এসি সিট ১২১৩ টাকা (ভ্যাটসহ), এসি বার্থ ১৮৬৯ টাকা (ভ্যাট+বেডিং চার্জসহ)।


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়