ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গিবাদ প্রতিরোধে অ্যান্টিবডি দরকার: মনিরুল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ প্রতিরোধে অ্যান্টিবডি দরকার: মনিরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, সহিংস উগ্রবাদ প্রতিরোধে সমাজে অ্যান্টিবডি তৈরি করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ একদিনে হয়ে ওঠেনি। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তারা সহিংস পথে এসেছে।

মঙ্গলবার লালমাটিয়া মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘উগ্রবাদ প্রতিরোধে সমাজে অ্যান্টিবডি তৈরি করতে হবে। ধর্মীয় সঠিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া। পরিবার থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি মানুষ গড়ার কারিগর। উগ্রবাদ সম্পর্কিত সংবাদ প্রচারে মিডিয়াকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে, সিভিল সোসাইটি ও কমিউনিটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।’

জঙ্গিবিরোধী শপথ বাক্য পাঠ ও সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘প্রকৃত ইসলামের শিক্ষা দিয়ে সবার মাঝে অ্যান্টিবডি তৈরিতে মসজিদের ঈমামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সহিংস উগ্রবাদ বিরোধী অ্যান্টিবডি তৈরি করা যায়।’


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়