ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফলের জুসে ফল নেই

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফলের জুসে ফল নেই

নিজস্ব প্রতিবেদক : ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ফলের জুস তৈরি ও মান নিয়ন্ত্রণ ছাড়া ওষুধ তৈরি করায় নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সহযোগিতায় বুধবার ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়। র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সারোয়ার আলম বলেন, ফলের রস ছাড়া শুধুমাত্র ক্ষতিকারক রাসায়নিক উপাদান ও রং ব্যাবহার করে বিভিন্ন ধরনের জুস তৈরি করা এবং মান নিয়ন্ত্রণ ছাড়া ওষুধ তৈরি করায় ফতুল্লায় দুইটি  প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, শিশুরা জুস জাতীয় খাবারগুলো বেশি খেতে চায়। আদালত পরিচালনাকালে দেখেছি ফলের জুসে কোনো ফল নেই। আছে শুধু ক্ষতিকর রাসায়নিক। আর সাদা প্রাকৃতিক মটরশুঁটিকে ক্ষতিকর রং দিয়ে সবুজ করা হচ্ছে। এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে জানান সারোয়ার আলম।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়