ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জনপ্রশাসনের জন্য ব্যাংক করার প্রস্তাব ডিসিদের

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রশাসনের জন্য ব্যাংক করার প্রস্তাব ডিসিদের

সচিবালয় প্রতিবেদক: জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ব্যাংক করার প্রস্তাব করেন  জেলা প্রশাসকরা (ডিসি)।

জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম ও শেষ দিন বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন সম্পর্কিত অধিবেশন শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (ডিসি) জনপ্রশাসন ব্যাংক চাইতেই পারে। ইতোমধ্যে জনপ্রশাসনে পাঁচ হাজার কর্মকর্তা কাজ করছেন। সাবেক যারা আছেন, যারা অবসরে গেছেন, তারা সম্পৃক্ত হতে পারেন। সেটি জনগণের জন্য কল্যাণকর হলে করা যাবে। কল্যাণকর না হলে বিবেচনা করবে সরকার।

প্রত্যেক সরকারি দপ্তর একটি করে ব্যাংক চাইলে সেটার ফলাফল কী হবে-জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, চাইতে পারে। করা হবে কি না সেটা সরকার বিবেচনা করবে।’

নিচের পদগুলোর পদোন্নতির প্রস্তাব ডিসিরা করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রস্তাবগুলো শুনেছি, যেগুলো যৌক্তিক সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছি, আমরা চেষ্টা করবো।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়