ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রিয়ার ‌বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হ‌বে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রিয়ার ‌বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়া হ‌বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রিয়ার ওই বক্তব্যকে দেশবিরোধী উল্লেখ করে তিনি জানান, শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি (প্রিয়া সাহা) যে বক্তব্য দিয়েছেন সেটি আমি শুনেছি। এই বক্তব্যটি সম্পূর্ন অসত্য  ও কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এটি একটি নিন্দনীয় অপরাধই শুধু নয়। এই ধরনের উস্কানিমুলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুক্কায়িত মতলববাজ ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে সহায়তা করবে।’

‘আমি দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের কোনো বিবেকবার দেশপ্রেমিক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া সাহার বক্তব্যের সাথে কোনোভাবেই একমত হবে না। আমি পারসনালি অনেকের সাথে আলাপ করেছি। তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে। কোনোভাবেই এই বক্তব্য গ্রহনযোগ্য নয় বলে সবাই জানিয়েছে।’

‘এমনকি মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন, এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতির একটা চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। এই বক্তব্য দেয়ার পর এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ থাকতে পারে না।’

দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে প্রিয়ার বিরুদ্দে ব্যবস্থা নেয়া হবে কি না-জানতে চাইলে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘অবশ্যই দেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে এই ধরনের অসত্য উদ্দেশ্যমুলক এবং দেশদ্রোহী বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে।’

বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে প্রিয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমাদের কোনো সংগঠনের প্রাথমিক সদস্য নয়। অনেক অনুষ্ঠানে আমরা যাই সেখানে অনেককে চিনিও না। অনেকে এসে ছবি তোলে। ছবি তুললেই তো সে আমাদের লোক হয়ে গেলো না।  

হঠাৎ করেই প্রিয়া সাহার এই ধর‌নের বক্তব্যে কোন ষড়যন্ত্র আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র হতেই পারে। তা না হলে এই ধরনের বক্তব্য কিভাবে আসে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আহমদ হোসেন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/‌রেজা/ইভা/এনএ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়