ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘দেশটাকে সবাই মিলে গড়তে হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশটাকে সবাই মিলে গড়তে হবে’

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‌কীর্তির মধ্য দিয়ে অমরত্ব লাভ করার জন্য কাজ করতে হবে। দেশটাকে সবাই মিলে গড়তে হবে।

শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রশ্নবিদ্ধ না থেকে পরিশীলিত উপায়ে কাজ করুন। সকলে মিলে সুন্দর সৃষ্টি করুন। ভালো উদাহরণ সৃষ্টি করুন। যিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টির ভেতরে বেঁচে থাকেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

এছাড়া অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়