ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হজের নিয়ম জানাবে কলম

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজের নিয়ম জানাবে কলম

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছর বিপুল সংখক ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যান। তাদের মধ্যে অনেকেই শুদ্ধভাবে হজ করার নিয়ম জানেন না। তাদের জন্য জিজিটাল হজ গাইড তৈরি করেছেন জাফর সাদেক।

তিনি ‘কিউ পেন’ বা ‘কোরআনি পেন’ উদ্ভাবন করেছেন। এ কলম দিয়ে বইয়ের পাতায় স্পর্শ করলেই ধাপে ধাপে হজের পুরো নিয়ম জানা যাবে। শোনা যাবে হজ গাইড বইয়ের যাবতীয় তথ্য।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাফর সাদেক বলেন, একজন ব্যক্তি হজ বা ওমরা পালন করার নিয়ত করার পর থেকে তাকে কী কী ধাপ অনুসরণ করতে হবে, গাইডটি ঠিক সেভাবেই সাজিয়েছি। হজের নিয়ত করার পর কী করতে হবে, প্রাক-নিবন্ধন কীভাবে করতে হবে, তার বর্ণনা দিয়েছি। হজ বা ওমরাহর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বলা আছে গাইডটিতে।

বইগুলো পাওয়া যাবে অনলাইনে ‘ডিজিটাল পাবলিকেশন্স লি.’ নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ()।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ