ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোস্তায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোস্তায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক: লালবাগের পোস্তার প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত পেৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কমীর্রা।

ফায়ার সার্ভিসের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ছুটে যায়। বুধবার রাতে পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় পলিথিন কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার আগে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপরই কারখানায় আগুন জ্বলে কালোধোঁয়া বের হতে থাকে। তবে কারখানাটি বন্ধ থাকায় হতাহতের  শঙ্কা ছিল না।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হুসাইন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চত করে জনান, বুধবার রাত ১০ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। তবে কি কারণে আগুন লেগেছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না।

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/মাকসুদ/নাসিম    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়