ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে ফিরলেন ৪১৮ হজযাত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরলেন ৪১৮ হজযাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ ঢাকায় পোঁছেছে। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা ছাড়ে।

প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হজযাত্রীরা ঢাকায় পৌঁছানোর পর ৫ লিটার করে জমজমের পানি বিমানবন্দর থেকে সংগ্রহ করেন।

জানা গেছে, ৪১৪ হজযাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইট বিজি-৩৬০২ রাত ১১টায় ঢাকায় পৌঁছবে।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৭টি ডেডিকেটেড ফ্লাইট এবং ২৯টি শিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮১টি প্রি-হজ ফ্লাইটে রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে যায়।

বিমান এবার লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জনের চেয়ে অতিরিক্ত ২ হাজার ৬৮৭ জন হজযাত্রী পরিবহন করে।


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়