ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডেঙ্গুর লার্ভা থাকলে জরিমানা গুনবে সিটি করপোরেশনও

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গুর লার্ভা থাকলে জরিমানা গুনবে সিটি করপোরেশনও

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জরিমানা করার নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার এডিস মশা নির্মূল ঢাকার মহালখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

মেয়র বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমি নির্দেশ দিয়েছি-সিটি করপোরেশনের কোনো অফিস এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে ওই অফিসের কর্মকর্তাকে জরিমানা করতে। কারণ আমাদের সবার সমন্বিত চেষ্টা না থাকলে এটি মোকাবিলা সম্ভব না।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে ১০ দলে ভাগ হয়ে চিরুনী তল্লাশী পরিচালনা করা হবে। এটি গুলশান থেকে শুরু হবে। যে বাসায় লার্ভা পাওয়া যাবে সে বাসায় স্টিকার লাগানো হবে। পরবর্তী ১০ দিন পর ওই বাসাগুলোতে ফলোআপ করা হবে। এরপরও লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানা করা হবে।

এসময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের আহ্বান জানান মেয়র।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/নূর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়