ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিক্রিয়া

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: 'বিএনপি চামড়া কিনে ফেলে দিয়েছে' শিল্পমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্বাচীনের মতো কথাবলা ছাড়া তাদের তো আর কোনো কিছু করার নেই।

সোমবার দুপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপির সংগঠনটির নেতা কর্মীরা। পরে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাতে পারছে না। এরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগনের ম্যান্ডেট তাদের প্রতি নেই। পার্লামেন্ট বলুন আর সরকারেই বলুন জনগণের প্রতিনিধি নেই। সুতরাং এই ধরনের অর্বাচীনের মতো কথাবলা ছাড়া তাদের তো আর কোনো কিছু করার নেই।’

বিএনপি মহাসচিব আরো বলেন, এই সরকার সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে। এখন তারা অর্থনীতিকে ধ্বংস করার জন্য কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিরাজনীতিকরণের মধ্যে নিয়ে যাওয়া।’ 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/সাওন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়