ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিন দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় রাষ্টীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এস জয়শঙ্কর সোমবার রাত ৯টার দিকে ঢাকায় আসবেন। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এদিকে, এস জয়শঙ্করের সফরসূচি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। এস জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সূচি চূড়ান্ত হতে পারে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে গুরুত্ব পাবে দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক জোরদারকরণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়