ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন। ২১ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

সোমবার ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী ৩ থেকে ৫ সেপ্টেম্বর বাংলাদশ সফর করবেন। সফরকালে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিবিষয়ক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। এছাড়া, তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ঢাকায় আইওআরএ সম্মেলন হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রের গুরুত্ব অনুভব করে।

সম্মেলনে পরিবেশগতভাবে টেকসই সমুদ্রভিত্তিক শিল্পের কৌশলগত দিক তুলে ধরবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি আইওআরএ ব্লু কার্বন হাব প্রতিষ্ঠার ঘোষণা দেবেন।

মেরিস পেইন কক্সবাজার সফরে যাবেন, যেখানে অন্যতম দাতা হিসেবে ৯ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সহিংস চরমপন্থার মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়