ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আমদানি যান-যন্ত্রপাতি পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমদানি যান-যন্ত্রপাতি পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেলারুশ থেকে আমদানিকৃত ঢাকা উত্তর সিটি করপোরেশনের যান-যন্ত্রপাতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি রাজধানীর গাবতলী এলাকায় এই পরিদর্শন করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জি টু ‍জির আওতায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজে বেলারুশ হতে এ সকল যান-যন্ত্রপাতি ক্রয় করে স্থানীয় সরকার বিভাগ।  ক্রয়কৃত যান-যন্ত্রপাতির মধ্যে রয়েছে স্কীড লোডার, বেক-হো-লোডার, হুইল লোডার, টুইন ড্রাম ভাইব্রেটরি রোড রোলার, কম্বাইন্ড অ্যাসফল্ট রোলার প্রভৃতি।

এ সময় মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন ও সরকারের অন্যান্য প্রতিষ্ঠান ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী পরিকল্পনা নিয়ে কাজ করছে।  সারা বিশ্ব আজ এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর এবং প্রতিটি নাগরিকের স্ব স্ব দায়িত্ব পালনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ’


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়